সকাল বেলায় স্বপ্ন দেখায়,
সন্ধ্যা বেলায় শেষ।
মিথ্যা কথার ফুলঝুরিতে,
চলছে আমার দেশ।


তোমার পাতে মণ্ডা মিঠাই,
আমার পাতে ছাই।
ভোটের সময় ভাই ভগবান,
ভোটের শেষে নাই।


এমন ভাবে বছর বছর,
আমরা মরি বাঁচি।
উচিৎ কথায় বন্ধু ব্যাজার,
ঠিকানা তার রাঁচি।


বলছো তুমি;শুনেছি আমি,
বলছে দেশের নেতা।
তেল দিয়ে হয় মহৎ কাজ,
মাথায় ধরে ছাতা।


ছাতার তলে গরম মাথা,
বর্ষা নামে কই।
কই আছে ঐ ঠাণ্ডা ঘরে,
ছিপ ফেলেছি ঐ।


ছিপ ফেলেছি;টোপ গিলেছে,
এইবার হবে কাজ।
টেনশনে হাড় হিম হলো যে,
চলছে গুণ্ডা রাজ।
       ______