বসন্ত আজ ঘরের দোরে,
নিয়ে নানান রং।
চঞ্চলমতি রং মেখে আজ,
সাজছে নানান সঙ।
মানুষ চেনায় কঠিন যখন,
তাতে রং এর বাহার।
আসল নকল রং মেখে তাই,
বাড়ছে কলুষ পাহাড়।
বৈধ মানুষ অবৈধ হয়,
মনটারই কারসাজি।
মানুষ হয়েও অমানুষ আজ,
দশের জন্য পাঁজি।
বিপন্ন আজ পৃথিবী নিজেই,
কী আছে তার দোষ।
নিজের ঘরেই জ্বালিয়ে আগুন,
মানুষ মেটায় রোষ।
-----