ও পাড়ার ঐ হরিরামটা,
                কিনবে শখের গাড়ি।
বিষয় আশয় নেই যে তেমন,
                   ভাঙা চোরা বাড়ি।


শুনেছি নাকি লক্ষ টাকার,
                    লটারি লেগেছে।
সেই সুবাদে আত্মীয়রা সব,
                      এসেই জুটেছে।


বাড়িতে আর কী যায় আসে,
                   লোক দেখানো চায়।
যেই না ভাবা, ওড়াতে টাকা,
                     কিনবে গাড়ি তাই।


কিনলো শেষে সাধের গাড়ি,
                    চড়লো সবাই তাতে।
তেলের দামে সব ফুরালো,
                    শুকিয়ে রইলো ভাতে।


আত্মীয়রা পালিয়ে গেলো,
                     শখ মিটলো সবার।
গন্ডে পিন্ডে গিললো সবাই,
                    সব টাকাটাই কাবার।


সাধের গাড়ি রইলো পড়েই,
                      ঘুচলো তার বড়াই।
অল্প দামে বেচলো সেটাই,
                        করতে ঘর সারাই।
           .................