নন্দদুলাল দারোগা,
          আঁটেন শুধু ফন্দি।
চুপ করে চালটি চেলে,
          ডাকাত করেন বন্দি।


মস্ত বড় গোঁফজোড়া তার,
           লম্বাটে তার মুখ।
বাইরে বড় হুংকার দেন,
            বউ এর কাছে চুপ।


এইটে তার ঘরের ব্যপার,
            বাইরে ভীষণ কড়া।
পোশাক খানা পরলে তবে,
            মেজাজ খানা চড়া।


জেলের ভিতর সব কয়েদি,
               এক্কেবারে ঠান্ডা।
নন্দদুলাল ঘোরেন যখন,
                হাতে নিয়ে ডাণ্ডা।


আইন কানুন মাথায় ঠাঁসা,
            বই খেয়েছেন গুলে।
ডাকাত রে রে করে এলেই,
            প্যান্টুলুন যায় খুলে।
        .................