ঐ আকাশটাকে নিয়ে আর ভাবিনা,
ভাবনাটা উবে গিয়েছে ;
কোনো এক অজানা হতাশার মধ্যে;পাক খেতে খেতে।
সবাই বলবে তুমি মিথ্যে,আবার একবার ভাবতে বসবে ;
ও কখনো মিথ্যা বলেনা।


ঐ আকাশটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো,
মরুভূমির বুকে ওটাকে ঠেলে দিতে হবে ;
যেখানে পরমানুরা দীর্ঘ দিন ধরে মিশে আছে।


তোমার তো পরমানু দরকার!
ওটা ছাড়া তোমার চলা সম্পূর্ণ হবে না।
ওটা চড়ে বেকারত্ব ঠেলে ভিখিরীদের পেট ভরানো যাবে।


তোমার চিন্তা চেতনা সবাইকে ছাপিয়ে গেছে,
সভ্যতার কিনারে দাঁড়িয়ে থাকতে থাকতে ...
তোমার পা আজ বাতগ্রস্থ ;
তাইতো বিদেশ গিয়ে ওটা পাল্টানোর কথা ভাবো।
দেখো আবার ভাব পাল্টে যেন নিজেই না হও বিকারগ্রস্ত!


সভ্যতার স্বপ্ন যারা দেখে তাদের হয়তো বা বলবে,
ইতিহাসে মিশে যেতে।
আর খাবারের দাম বাড়িয়ে পরমানু সস্তা করে,
সকলের পেট ভরাবে।


সন্ত্রাসের রাজত্বে সন্ত্রস্ত হয়ে ...
একদিন তোমার কোলের শিশু উঠবে বলে,
"বাবা একমুঠো খাবার দাও,
পরমানু খেয়ে দেশটা পঙ্গু হয়ে যাবে। "
          .........................
সকল প্রিয় কবিদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম,
আমার এই প্রিয় কবিতাটি।