হরিরাম গেল কোলকাতাতে,
             দেখতে চিড়িয়াখানা।      
সঙ্গে নিলো গুড় আর মুড়ি,
           আর কিছু ছোলা দানা।


চিড়িয়াখানায় হরেক জন্তু,
           ছোট্ট বড় সব খাঁচায়।
জন্তু গুলো ঘাপটি মারে,
            পাখি গুলো চেঁচায়।


হরেক রকম জন্তু দেখে ভাই,
           হরিরামের কী মজা।
খোশ মেজাজে দেখছে সবই,
           খাচ্ছে ভুজি ভাজা।


বাঘ মামাকে ঘুমাতে দেখে,
           দস্যি ছেলের উৎপাত।
রেগে মামা করলো হালুম,
           হরিরাম ভয়ে চিৎপাত।
        ........................