পরীক্ষা দিয়ে এসে হরি,
ঠাকুর ঘরে বসে।
বিড়বিড়িয়ে বলছে কিছু,
ঠুকছে মাথা কষে।


ঠাকমা কাঁদেন ওরে হরি,
কেন মাথা ঠুকিস?
হাতপা ছড়িয়ে ঠাকুর ঘরে,
উল্টো পাল্টা বকিস।


হরি বলে ঠাকুর দোহাই,
পাশটা দিয়ো করে।
মশা বলি চড়াবো তবে,
রক্ত দেবো ধরে।


শুনেই ঠাকুর দিলেন সাঁড়া,
এই ছিলো তোর মনে?
ডেঙ্গু হয়ে মরবো নাকি শেষে,
তোর পাশেরই কারনে!


পরীক্ষার ঐ ফল বেরুলো,
হরির যে নেই নাম।
কান্নার সুরে বললো হরি,
পাঁঠার অনেক দাম।
          ...................