একটি দুটি করে একদিন,
শূন্য বেড়ে যায় একের পর।
যার জ্বালা সেই বোঝে,
কফিন ঢাকে সাদা চাদর।
প্রতিবাদে উগলে ওঠে নাড়ি,
কে কোথায় থাকে ;কোথায় কার বাড়ি?
প্রতিবাদ না অপবাদ!
বুঝি না তাই ফ্যাসাদ।
পথে দাঁড়িয়ে হাত পাতলেই আনা,
কারণ অকারণ নাইবা থাকুক জানা।
তথ্য জানতে চাও কোন অধিকারে?
জীবন যেতেই পারে পাবলিকের মারে।
শক্তি থাকলেই শক্ত, নরম হলেই যম ;
ভালোবাসায় বদহজম-হজম শক্তি কম?
তেল যদি হয় খাঁটি, তবে জব্বর আদর ;
কানাকড়ি অঢেল কর, বুঝবে তবে কদর।
         .............................