এখনো সময় আছে
সরে এসো পথ ছেড়ে,
মধ্যবিত্তের স্বপ্ন বুকে
আসছে ঐ আগুন তেড়ে।


চলছো যখন জোর কদমে
উড়ছো ডানায় ভর করে,
মানুষ নিয়ে খেলছো তুমি
মানুষ দিয়ে মানুষ মেরে।


বিশ্ব রেকর্ড করবে তুমি
চিৎকারে আর চ্যাঁচানিতে,
ভুল বুঝিয়ে জড়োকরা সব
হাতে তোমার মাপের ফিতে।


চুপি ছিলো আজকে যারা
পড়ছে মরণ ফাঁদে,
কাজের মানুষ কাজ যে হারায়
সব হারিয়ে কাঁদে।


এখনো যে সময় আছে
সরে এসো পথ ছেড়ে,
নইলে সবই ওলোট পালোট
দেবে তখন দু ঘাঁ ধরে।


তখন তুমি কাঁদতে গিয়ে
জল পাবেনা চোখে,
আত্মীয়রা ছাড়বে যে সাথ
একান্তে  ভীষণ দুঃখে।
              ..................