তোমাকে স্মরণ করি
উপরে দু হাত তুলি,
যায় অজানার আহ্বানে
নইলে জীবনের কী আছে মানে!


মন যখন পাখা মেলে
শরীর যে পিছুটানে,
হায়রে শরীর ; বুঝবি কী তুই বল
পিছুটান ছেড়ে মনের সাথে চল।


হুঁশিয়ার থাকতে হবে
নইলে প্রাণটা চলে যাবে,
তখন হয়ে যে লাশ
অন্যের ভোগবিলাস।


তাই তোমায় স্মরণ করি
উপরে দু হাত তুলি,
কী করে যে ভুলি
এসো প্রতিরোধ গড়ে তুলি।
        .....................