দুদিনের এই খেলা ঘরে,
সবাই যখন রাজা।
খেয়াল খুশি চলছে সবাই,
কে দেয় কাকে সাজা।


রাজার ঝাঁজে কাঁপছে জগৎ,
প্রজার ভীষণ অভাব।
মেজাজ যেন আসল রাজা,
সেটাই যেন স্বভাব।


চলছে সবাই জেদের বশে,
খুঁজতে ভীষণ সুখ।
হুড়মুড়িয়ে পড়ছে ঘাড়ে,
পাচ্ছে মনের দুখ।


তাইতো বলি সংযত হও,
নিজের ওজন বুঝে।
তবেই দেখো শান্তি পাবে,
সুখ যে পাবে খুঁজে।
          ..................