গোধূলির আকাশ
রক্ত রাঙা
ঘর পোড়া গরুতো
তারপরে সিঁদুরে মেঘ
ভয় হয়।
অজানা আশঙ্কায়
শিরায় শিরায় উষ্ণ রক্ত স্রোত
তবুও কেন হিমেল স্পর্শ মনে
ঘোর কাটেনা নাজুক প্রাণে।
আমার যদি ইজ্জত যায়
যে নিলো তারও কি থাকে?
আমিও মানুষ তুমিও মানুষ
তফাৎ শুধু দুচোখে।
         ....................