মন্দ কথায় কষ্ট বাড়ে
মন্দ কথা শুনবো না,
মন্দ যুগের মন্দ মানুষ
তুমি আমি কয়জনা।


মুখ বুঁজে চলতে হবে
প্রতিবাদ করতে মানা,
মন্দ যুগের মন্দ মানুষ
তুমি আমি কয়জনা।


দেখে শুনে চলতে হবে
সময় সময় হও কানা,
মন্দ যুগের মন্দ মানুষ
তুমি আমি কয়জনা।


এমন ভাবে চলছে দেশ
বুলবুলিতে খাচ্ছে দানা,
আমাদেরপেট না ভরুক
তুমি আমি কয়জনা।
         ...............
      ১০০তম কবিতাটি সকল
পাঠকদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।