মেঘাচ্ছন্ন মন, ভাবনায় আছি।
মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি;
তারই মধ্যে গান ধরেছি জীবনের।
তোমার সাথে কানামাছি খেলা,
জীবনটাও তো দুদিনের মেলা।
ভাঙ্গা আর গড়া,
টলোমলো পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা;
সবকিছু গেল  বৃথা।


তোমার সাথে লুকোচুরির খেলা,
প্রেমে অপ্রেমে।
আশারাখি বৃষ্টি হবে,
ফসল ফলবে অনেক।
কিন্তু উড়ু উড়ু মন,
ভাসিয়ে নিয়ে যায় যত সব মেঘ;
মরুভূমির দেশে,
ব্যভিচারের ছদ্মবেশে।


এক পা দু পা করে এগিয়ে গিয়েছি অনেক,
আরো কিছুদূর বাকি।
ন্যাড়া গাছটাও জ্যোছনা রাতে,
দূর থেকে মারে উঁকি।
মন তুই শান্ত থাক,
বিরহের মাঝে গলাসনা তো নাক।


আটকে আছি গভীর গিরিখাতে,
এখনও ভাবি ঘুমের মধ্যে রাতে।
তুমি আমি একটি সুরে বাঁধা,
তবে জীবন কেন এমন গোলকধাঁধা।
মনের মাঝে এমন খিচিবিচি,
তবুও কি খেলবো কানামাছি ?


তোমার সাথে এমন ভাবেই চলা,
শত দুঃখেও সুখের কথা বলা।
এমন ভাবেই চলতে যেন পারি,
খেলতে খেলতে নকল  কানামাছি।
মেঘ কেটে যাক মনের ভিতর থেকে,
জ্যোৎস্না নামুক মরি কিংবা বাঁচি।


ভালোই লাগে খেলতে কানামাছি,
বিচিত্র সাধ জাগুক মনের মাঝে।
হাসিমুখে সবই নেব মেন,
তোমার সাথে এমন লুকোচুরি।
মেনে নিয়ে মানিয়ে যদি নাও,
ভালোবাসার হাত বাড়াও।
তোমার হাতে আমার হাত রেখে,
প্রেমগাঁথা রেখে যাব তবে লিখে।