রক্ত নেশায় মগ্ন যে জন,
কিসের সেজন ভালো?
তারাই আজ মহান মানুষ,
সমাজে দেখায় আলো।
টাকার নেশায় মগ্ন যে জন,
সমাজসেবক রূপে।
সমাজের এই কাল সাপেরা,
পূজিত দেশের ধুপে।
আমরা মানুষ সেও মানুষ,
অর্থ বিভেদ গড়ে।
কাঁকড়া রুপি মানব জাতি,
পিছন টেনে ধরে।
স্বার্থ লোলুপ লকলকে জিভ,
কাটছে ধারে ভারে।
শয়তানির ওই সিদ্ধহস্ত,
টিপে টিপে আজ মারে।