কথা আছে, আমরা সমুদ্র সৈকতে নয়,
সমুদ্রপারে যাব।
কথা আছে, সূর্যাস্তে কাব্য লিখবো না,
প্রত্যক্ষ করবো নিশীথের সূর্যোদয়;
পরতে পরতে ভালোবাসা মাখিয়ে,
ভাঁজ করে গোছাবোনা জীবনকে-
বরং, বেড়ি খুলে উড়ে যাব,
পরস্পরের বাড়ির সন্ধানে।


আমরা অসাধারণ হবো না,
ঠিক সেরকম সাধারণ হবো, যেমনটা কেউ হতে চায় নি।