আমাদের রাস্তার প্রত্যেক মোড়ের বাতিগুলি
নিভু নিভু করে জ্বলে থাকে,
আর মাস কেটে যায়, বছর ঘুরে আসে।


সন্ধ্যার থেকেই,
আলো কমে, কমে, কমে,
কমতে কমতে শেষ পর্যন্ত রাতপোকারও
রাত ঘনিয়ে আসে।


আমরা ঘুমাতে যাই, নরম বিছানায়, নরম চাদর মুড়ে,
আর রাস্তার মোড়ে শীত পড়ে;
আমাদের মাথা ধরে, বুক ভারী হয়ে আসে-
আমরা ঘুমিয়ে পড়ি,
মাস কেটে যায়, বছর ঘুরে আসে, জেগে ওঠার আগে।