তার ও বিকেল ছিল
®-হিরন্ময় সরকার। ১০ই অগ্রহায়ণ ১৪২৫ বাং
--------------------------------------
তার ও বিকেল ছিল ; ছিল স্বরুপের ক্রম-অভিব্যক্তির নিয়ামক বিধি।
ছিল তার দূরন্তপনা স্বসৃষ্ট স্বাধীনতা।।
তার ও বিকেল ছিল ; ছিল যৌবনকণ্টক আঁকা তৈল চিত্র।
ছিল আপন নৃত্যপটীয়সী সাহিত্য বেদী।।
তার ও বিকেল ছিল ; ছিল এক ঝাক ঘরে ফেরা পাখিরগান।
ছিল জীবনহত মুক্ত বীনার তান।।
তার ও বিকেল ছিল ; ছিল এক আকাশ রঙীন মেঘের ফুল।
ছিল স্বপ্ন ভরা নানান কুঁড়ীর দুল।।
তার ও বিকেল ছিল ; ছিল সবুজ মাঠ,নদীর বাট,স্মৃতিময় দীঘির ঘাট।
ছিল খেলা ঘরে নতুন শত পাঠ।।
তার ও বিকেল ছিল ; ছিল খোলাচুল, নগ্নপদ যুগল, চন্দ্রখচিত কপালের টিপ।
ছিল চপলদৃষ্টির, উন্মুক্ত শাড়ীর আচল।
তার ও বিকেল ছিল ; ছিল ছোট্ট সে নদী, পাল তোলা নৌকালীলা।
ছিল লুকোচুরির লুকিয়ে থাকার দীন।।
তার ও বিকেল ছিল ; ছিল প্রিয় কবিতাগুচ্ছ, অগনিত নবযাত্রার পদ্য পুথি।
ছিল অপঠিত একরাস ছদ্মবেশী কবিতা।।
(⏲️ ৬.২৬ বুধবার, নিরালা,খুলনা।)