একদিন আমি স্রষ্টার থেকে মিনতি করে
পুরো একটা দিনের জন্য
আকাশটাকে কিনে নেব তোর জন্য।


সম্পূর্ণ নীলাকাশ আমি করে নেব আমার
চিঠির পাতা,
ঘন কালো পেঁজা তুলোর মত মেঘ কে
আমার কলমের কালি করে _
একখানা চিঠি লিখব তোর নামে।


চিঠিটা থোকায় থোকায় কষ্ট থাকবে
সূর্যতনয়া রশ্মি থাকবে
থাকতে পারে হঠাৎ আবার
অবাধ সুখ ধ্রিয়মাণ,
থাকবে স্বপ্ন, সাধ, সুখ
থাকবে আমার তোকে নিয়ে বোনা
এক জীবনের সকল চাওয়ার খতিয়ান।


আমি সেদিন স্বৈরাচারের মত জোর পূর্বক
নিষেধাজ্ঞা জারি করব তোর নামে কেনা
আকাশে চলাচল।


আমার পুরো জীবন যেমন লিখেছি তোর নামে
একচ্ছত্র ভাবে,
ভালবেসে আকাশটাও তেমনি পুরো টাই তোকে দিব।