আমার ঈশ্বর ধ'রে হিংসা সিক্ত তরবারির ধার
কাটে তাকে অহর্নিশ - রক্তে অশ্রুতে অনিবার
পিছল সভ্যতা ছোটে, মারো মারো অসহ্য হুঙ্কারে
আকাশ পাতাল কাঁপে ভয়ার্ত ঈশ্বর কেঁদে মরে -
বিধর্মী ঈশ্বর রক্তে নুন আর লাল জমে কাঠ
বিশ্ব জোড়া ভয়, আর রক্তে ভেজা ঈশ্বরের ললাট !

আমার ঈশ্বর কাঁদে, রাতভর ক্ষুধার্ত আকাশ !
চেয়ে থাকে অহর্নিশ ঘৃণার বারুদ সন্ত্রাস
বন্ধ শ্বাসে ধর্ম নাশে রিনরিনে ফিনিক লোহিত
পাপ পুণ্যে লাজ শূন্যে চৌদিকে উন্মাদ সংগীত
ধর্মঘটে কৃমিকীটে বুকে হাঁটে বেহায়া উন্মাদ
অনাথ ঈশ্বর কাঁদে, স্তন চাটে শুকনো নোনা স্বাদ !

আমার ঈশ্বর মরে হেজে থাকে বিশুষ্ক পাতায়
লোভ শুধু লোভ জমে ধর্ম নামে লাভের খাতায়
তীর্থে তীর্থে মৌচাকে জমে ওঠে বিষাক্ত গরল
আমার ঈশ্বর ম'রে পান করে কূট হলাহল
আমার ঈশ্বর মরে ঈশ্বরের গলন্ত সীসায় -
হেটমুন্ড ঈশ্বর ধুলোমাখা লোহিত হিংসায়
আমার ঈশ্বর জ্বলে - নিরন্তর জ্বলে আর কাঁদে
মানুষ মেরেছে তাকে মানুষের ঐশ্বরিক ফাঁদে !