আল্লাহু আকবার বলো; নারায়ে তাকবীর।


কোথায় খালিদ,বিলাল-ওমর; কোথায় আলী বীর?
কোথায় ওরে রসুল প্রেমী; আম্মার ইয়াসীর?
কোথায় আলীর যুলফিকার-কোথায় শমসীর
আল্লাহু আকবার বলো; নারায়ে তাকবীর।
বলো আল্লাহু আকবার বলো; নারায়ে তাকবীর।


অন্তরেতে কালিমা থাকিতে; গর্দানেতে শীর
রসুলে অপমান সইবো নাকো উম্মতে তাশদীর
কলবে যাহার কালিমা বাজে; মুক্তির মুসাফির
জগতে এনেছে শান্তি যিনি- হয়েছে আরব বীর।
ভালোবেসে তারে আরেকটিবার ফের তোলো তাকবীর।
বলো আল্লাহু আকবার বলো; নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার বলো; নারায়ে তাকবীর।