কালো অম্বরে ডাকিয়া গগণ
বহিয়া চলিল উত্তরা পবণ।


তীব্রতার চোখে ঝরিল অশ্রু
চলন্ত মেঘমালায়।
সবুজ সাঝিয়াছে নতুন রুপে
প্রকৃতির ভরণঢালায়।


সাজ সাজ রব জাগিলো
গাছের পাতা আর ফুলে।
দক্ষিণা বাতাস বহিয়া
পারুল জারুল দোলে।


তটিনী তরে ডিঙ্গি বাহিয়া
মাঝি কোন সে দেশে যায়।
অবলা তাহার কুঠির হইতে
দূরের পানে চায়।


বটবৃক্ষের দোলের ছন্দে
পাখি গায় গান।
কৌকিলা আজিকে বসিয়া রহিছে
ঠোট করিয়া ম্লান।


ইহাই সবল চৈত্র
করিছে সজীব নিথর।
গগণে আগুন ছড়াইয়া
বসন্তে দিয়েছে আদর।