কাল থেকে ভাই কাল থেকে
করবো শুরু কাল থেকে।
অলসতার পিন্ডি চড়ে
আপন ঘায়ে লাল মেখে।
কাল থেকে ভাই কাল থেকে


নামাজটাও ধরবো এবার
হরদম হার কাজ রেখে।
পড়াটাও করবো শুরু
সিলেবাসের শেষ দেখে।
কাল থেকে ভাই কাল থেকে


সিগারেটটা ছাড়বো এবার
ছাড়তে হবে মদটাকে।
গাজাটাতো প্রায় ছেড়েছি
ছাড়বো এবার রাতটাকে।
কাল থেকে ভাই কাল থেকে


রোজ সকালে উঠবো এবার
ঘড়ির কাটায় হাল রেখে।
দৌড়-ঝাপটাও করতে হবে
শরীরটা যেন ঠিক থাকে।
কাল থেকে ভাই কাল থেকে


সত্য বলা করবো শুরু
মাপকাঠি তার ঠিক রেখে।
ঘুষ-টুস সব ছেড়েই দিব
সকাল বেলার রৌদ দেখে।
কাল থেকে ভাই কাল থেকে


প্রতিদিনই সূর্য উঠে
কাল আসে কাল যায়।
স্বভাবটাতো একই থাকে
চামড়াটা বদলায়।


কালের কলস মাথায় নিয়ে
হারিয়েছি সবি
কালটা শুধু এলো গেলো
ডুবলো জনম রবি।