হোসেন শিবির অবরুদ্ধ
ফোরাত নদীর তীরে
ইয়াজিদের হায়নারা হায়
রেখেছে তাদের ঘিরে।


পানি পানি রব উঠিল
কারবালা প্রান্তরে,
ভ্রাতুষ্পুত্র কাশিম মরিল
তৃষ্ণার চোটে হাহাকারে।


পানি পিলাতে ফোরাতে হোসেন
স্বীয় পুত্র আসগরে
পানি যে হায় পিলানো হলনা
বক্ষ ছেঁদই শরে।


যম হয়ে দাডিয়ে সীমার
উলঙ্গ তলোয়ারে
ঘাডে তাহার ঘাত্র দিয়া
শির বিচ্ছেদ করে।


রক্তিত হায় দীনের ঝাণ্ডা
কালিমা তাহার ঘায়ে
ইয়াজিদ আজ মাখিল কালি
ইসলামের এই নায়ে।