মূর্ত দেশে- শের এসেছে
ক্ষণের মুসাফির
সোয়া জাগরণ অন্বেষণে
নয়া কাফেলার বীর।
মুক্ত কর- মূর্ত হতে
জাগিয়ে লৌহ শির।
নয়া কাফেলার জোয়ান তুমি
তুমিই বঙ্গ বীর।


বাহুতে-বদনে, তোমারী নয়নে
ধূর্ত- দমন তীর।
মাড়িয়ে মারো মন্দকেরে
বিজয় আনো ফির।
মাদলে-মশালে সাম্য ফিরাও
শান্ত করো ধীর।
নয়া কাফেলার জোয়ান তুমি
তুমিই বঙ্গবীর।