চল মেরে ঘোড়ে, শতবেগে দৌড়ে
সব বাধা তেড়ে, জঞ্জাল ছেড়ে।
দু'কান নেড়ে, চল মেরে ঘোড়ে।


ঐ দেখ! ঐ পানে লেগেছে ঝটলা
ধ্যান জ্ঞান ভূলে সবে বেঁধেছে পোটলা।
যাপনের স্মৃতি ভূলে সেজেছে চৌচালা
ফুটপাতে ঘুম ভালো, নেই যার দৌতলা।


স্বার্থের দুনিয়াটা বড়বেশি বেসামাল
তেলবাজ ভালো আছে ঠিক তার রণপাল।
আজ ভালো, ভালো নেই, ঠিক নেই হালচাল
কথাগুলো কথা নেই, ঠিক নেই লয় তাল।


পাপাচারে ভরে গেছে স্বাধীন এই দেশটা
দূর্নীতি খেয়ে গেছে সততার শেষটা।