এ শহর নিস্তব্ধ হয়ে গেছে, শুনশান দিব্যলোক
শূন্যে বসে শহর দেখি; দেখি পূর্ব পাডার শোক।


এ শহর নিথর হয়ে গেছে, লোকালয়ে নিরবতা
শূন্যের অন্তর দেখি; দেখি ক্লীব শ্রেণির ঝোক।


সিরিয়াতে যেদিন মরেছিলো অনাহারী শিশু!
সেদিন কেন ছুপসে ছিলো পশ্চিম পাডার যিশু?


ইয়েমেনের খুদাতুরে পেটে, দেখোনা কাস্তে কুডাল ঘেটে
নিউক্লিয়ার নাইবা জুটে মিলবে কতক ফুটে!


আরাকানের অশ্রু যেদিন মিশেছিলো নাফের জলে
পূর্বপাডা কোথায় ছিলো, কোন মাফিয়ার দলে?


হাজার মরে অনাহারে রসদ ঝাকির হুংকারে
বিশ্ব দেওল দেমচা নাচে পশ্চিমাদের তলোয়ারে।


আজ কেন চেঁচামেচি সহস্র আর্তনাদ?
না খেয়ে খুব, মরেছে ভুবু্‌ক, করোনিতো প্রতিবাদ !