হিমেল হাওয়া বইছে বাণে,
ডাকছে গগণ ঝুম,
এলো বৃষ্টি পবণ হতে
ধরণিতে দিল চুম।


ইটের কণায় লাগিলো হাওয়া
উঠিল তাহা কেঁপে,
ব্যাঙের ছানা লাফিয়ে ওরে
লুকিয়ে গেল ঝোপে।


তরীর পালে তালের হাওয়া
মাঝি গাইলো গান,
গাহিয়া মাঝি দক্ষিণাতে
তরীর দাড়ে টান।


আমের মুকুলে জলকণা আজ
শিমুলে জমিল জল,
কবির মন মাতিলো ওতে
হইলোরে চলচল।


পাতায় পাতায় জাগিলো যৌবন
বৃক্ষে এলো প্রাণ,
চাষীরা আজিকে বুনিতে ফসল
ধরিলো বাউলা গান।


গায়ের পথেতে, কুমড়ো ডগাতে
এলো ফিরে সজীবতা,
ধূলোর শহরে, প্রাণের নগরে
থমকিলো নীরবতা।


প্রাণে প্রাণে জাগিলো উল্লাস
রঙ মাতিলো মনে,
বৃষ্টি আসিলে হইরে মাতাল
নীরবতার মৌহ গুণে।