মাদলের ডাকে বিজয়ের বাণী
আমি কান পেতে শুনি, ওমা আমি কান পেতে শুনি
তোরা উত্তরে যা, দক্ষিণে ছুট, ঈশানে নিশান ধর
বঙ্গেতে আজ দাফন কর পশ্চিমাদের ঝড়।


জয়ের তরীতে উড়ারে তোরা, লাল সবুজের পাল।
বঙ্গমায়ের, ভগ্ন তরীর ধররে এবার হাল।
রঙ্গ রঙ্গিন খোয়াব রে তোর পূর্ণ হবে আজ
পশ্চিমাদের হটিয়ে তুই বঙ্গেতে কর রাজ।


বায়ান্নাতে মারছে ওরা মোদের সহোদর
সালামেরা হইছে শহিদ মরছে গুণধর।
ঊনসত্তরে আসাদ, মতি দিছে তাজা প্রাণ
সত্তরের ঐ নির্বাচনে করল নানা ভান।


একাত্তরের ২৫শে মার্চ বাঙালি দেখলো ভেল
হাজার মানুষ মারছে ওরা দিছে আবার জেল।
ঘর ছাড়িয়া দুঃখীনি মা ক্লান্ত দেহ নিয়ে
অশ্রুজলে সাঁতার বেয়ে ঠেকলো ওপার গিয়ে।


অগ্নিফুলা ছড়িয়ে গেল বঙ্গের বাতাসে
বঙ্গ জোয়ানে ধরলো নেশা মুক্তির সুবাশে।
যুদ্ধ হলো বীর দর্পে পরাজিত পাক সেনা
ইয়াহিয়ার হৃদ কাপলো বাজলো শোকের বীণা।