কেউ একজন বলছে হেসে লিখছো না কেন দেশ নিয়ে?
আমি বলি মরুক সবাই কান ফকিরের দেশ গিয়ে।


এই যে দেখো মারামারি, খুনোখুনি, ধর্ষণ
পেট পুরতে চাল জুটে না পুটাও আবার আন্দোলন?


সকাল বেলা পেপার খুলে দেখবে শুধু শোবিজ পাতা
পুড়িয়ে দাও লেখার কলম- উড়িয়ে দাও শ্বেতখাতা।


নারীবাদী,পুঁজিবাদী,বুদ্ধিজীবী দেশমহল
সব সালারাই চোর-বাটপার পাঁকিয়েছে সাইয়ের দল।


ঐ যে দেখো শ্রমিক মরে- বন্ধ যত কারখানা
দিনে দিনে দেনাই বাড়ে মিলে নাকো দু-দানা!


ডানে দেখো, বায়ে দেখো -খবর যত আছে
চুরি, ঝুরি, খুন, ধর্ষণ লেগেছে কার পাছে?


এথায় মরে দড়ি দিয়ে-সেথায় গাছে ঝুলে!
কেউবা মরে বুলেট দানায়-কোল ধারণীর কোলে!


কেউবা দেখো চাল চুরিতে-তেল চুরিতে কেউ
কারো আবার রাজ প্রাসাধে মোগলীয়ানার ঢেউ!


নারী যদি বোরকা পরে চামড়া ছিড়ে টিপওয়ালী
জিন্স পরিলে মোল্লা সাহেব মস্ত হাকায়ে দেয় গালি।


দুদিন বাদে ইস্যু আসে -টিসুর মতই ছাপা হয়
তুমি কেন মন পিড়নে -মগজখানার করবে ক্ষয়?