পাহাড়ি ঢল আসলো নেমে
ডুবে ক্ষেতের ধান,
গরিব চাষী উঠলো কেঁদে
বাঁচবে কি সে জান?


কতক জমি জলের তলে
হিসেব কষে তার,
অনল জ্বলে হৃদয় মাঝে
মিটাবে কে ধার?


পাকা ফসল হল বিনাশ
মরবে চাষী ভুখে,
সারা গাঁয়ের আকাল হবে
থাকবে ওরা দুখে।


কান্না ভেজা কন্ঠে চাষীর
করুন আর্তনাদ,
বন্যা রুখতে রক্ষা করো
ফসল রক্ষা বাঁধ।