ফাল্গুনের ছোঁয়ায় প্রকৃতিতে
নবরুপ আসে,
ফুল-পাখি আর তরুলতা
আনন্দে সব হাসে!
টুকটুকে লাল শিমুল হাসে
হাসে পলাশ ফুল,
গাছেগাছে কচিপাতা
হাসিতে মশগুল!
রং-বেরঙের বনফুল
হাসে হাওয়ার তালে,
হাসি মুখে প্রজাপতি উড়ে
রঙিন ডানা মেলে!
কোকিল ডাকে মিষ্টি হেসে
বসে তমাল বনে,
গন্ধরাজ ঘ্রাণ বিলিয়ে
হাসে উদাস মনে!
রাতের বেলা দীঘির জলে
চাঁদের আলো হাসে,
হাসি দিয়ে জোনাকী পোকা
আলো জ্বেলে আসে!
মধু মুখে মৌমাছির দল
হেসে হেসে আসে,
গুন গুনাগুন গান গেয়ে
নীল ভ্রমরা হাসে!
প্রভাত কালে রাঙা মুখে
সূর্য মামা হেসে উঠে,
এত হাসির কান্ড দেখে
দাদুর মুখেও হাসি ফুটে।