নষ্ট মানুষ!
নষ্ট সমাজ!
হায়রে ঘুষের টাকা!
গোপন সভায় লেনদেন তার
চার দেওয়ালে ঢাকা।


আদালত আর
অফিস পাড়ায়,
ঘুষের আড়ৎ খানা!
শিক্ষা কেন্দ্রে ঘুষের প্রভাব!
মানতে চায় না মানা।


কর্তা-পিয়ন
সমাজ সেবক
কতক মানুষ জনই
লোক চক্ষুর আড়াল দিয়ে
ঘুষের টাকায় ধনী!


ভর্তি-বদলি
কিংবা চাকরি
সকল কাজেই ঘুষ!
অসৎ বুঝায় উপঢৌকন
নিলেই কিবা দোষ।


নষ্ট মানুষ!
নষ্ট সমাজ!
দেখ্ রে দুচোখ মেলে
ন্যায়ের পক্ষে অটল যে জন
ঘৃণায় থুথু ফেলে।