আমার সঙ্গে যাবি তুই?
যাবি আমার গাঁয়?
দেখবি সেথায় সবুজ মাঠ
মেঠোপথ আর নদীর ঘাট,
হলুদ বরণ পাকা ধান
শুনবে আবার পাখির গান।
দেখবি হঠাৎ ভরদুপুরে
বটের ছায়ায় সুরেসুরে,
রাখাল বাজায় বাঁশের বাঁশি
মন কাড়িবে তারই হাসি।


দেখবি সেথায় রাতের বেলা
জোনাক পোকার আলোর খেলা,
ভোরের দোয়েল লাউয়ের মাচাঁয়
শিস বাজিয়ে লেজটি নাচায়।
দেখবি আরও আমের মুকুল
ঘ্রাণ ছড়ানো বনফুল,
বিলের জলে শাপলা শালুক
হাসি মাখা চাষীর মুখ।
হিজল বনে করবি খেলা
আনন্দে তোর কাটবে বেলা।


আমার সঙ্গে যাবিরে তুই!
যাবি আমার গাঁয়?