এই যে গেঁয়ো, গেঁয়ো ভূঁত!
ডাকছি তোকে আমি,
বলবে কি তা কেমন করে
ঐ গাঁয়েতে থাকো দিবস যামী।
আমার শহর পিচঢালা পথ
হাজার রকম গাড়ি,
তোর গাঁয়েতে কাদা ছড়া
নেই যে দালান বাড়ি।


শুন শহুরে, বলছি তোকে
আমার গাঁয়ে কাদা!
তোর শহরের পিচঢালা পথ
জ্যামেই থাকে বাধা।
বলব কী আর; তোর শহরের
কালো ধোঁয়ায় দূষণ পরিবেশ
সবুজ শ্যামল আমার গাঁয়ে
মুক্ত চলি বেশ।


শহুর বাসী আসবে কি গাঁয়?
আয় না চলে ভাই,
দেখবি কেমন প্রকৃতিরা
বুকে দেবে ঠাঁই।