ফাল্গুনে বনেবনে কত ফুল ফোটে,
মধু খুঁজে মৌমাছি দল বেঁধে ছুটে।
নীলনীল ভ্রমরার গুনগুন সুরে,
ফুলে ফুলে প্রজাপতি দিনভর ঘুরে।


চারিদিক মুখরীত পাখির কলতানে,
রাতে ঝিঁঝিঁ পোকা ডাকে আপন মনে।
মুকুলের মৌ মৌ গন্ধ সারাদেশ জুড়ে,
সবুজ কচি পাতায় গাছ গুলো ভরে।


গাছের ডালে ডালে কুল পাকে ফাগুনে,
শিমুল পলাশ ফোটে লালশিখা আগুনে!
রাখালের দল বাজায় বাঁশি উদাস দুপুরে,
কিশোর-কিশোরী পুকুরে নেমে উল্লাস করে।


লাটাই হাতে ছেলের দল ধরে সুতা টেনে,
রঙিন ঘুড়ি গুলো উড়ে আকাশ পানে।
ঝিরিঝিরি বাতাস বহে সারাবেলা,
বসন্তের আগমনে প্রকৃতির দোলা।