প্রাচুর্য আর বিলাসী জীবনের অভিলাষে, যারা
গ্রীষ্মের গরম সহ্য করেত না পেরে
অবকাশ যাপনে ছুটে যান,
শৈল শহর দার্জিলিং অথবা নৈনিতাল।


তখন, আমরা শ্রমিক যারা
নিশাচর পাখির মতো মধ্য রাত অবধি
দাবদাহে আগুনের সঙ্গে লড়াই করে,
বাঁচিয়ে রাখছি তাদের স্বার্থ, তাদের প্রতিষ্ঠান।


বিনিময়ে আমরা যা পেয়েছি,
অতিরিক্ত কর্মঘন্টার টাকা কর্তন; আর
অর্জিত ছুটির হিসেবটা একটু গরিমল!


ওটা প্রহসন নয় কি? মিস্টার বিলাসপ্রিয়!