বইচে আবার হিমেল বাতাস
আভাস সে তো শীতের আভাস।
কাটবে সুখে বিত্তশালীর!
কষ্ট শুধুই মজুর-কুলির।


বিত্তশালীর গরম কাপড়
নিত্য নতুন বদলে যাবে,
থাক্ না যতই কিনবে আবার
যখন তারা যাহা পাবে।


সকাল বেলায় দামী চাদর
অফিস পাড়ায় ব্লেজার গায়ে,
বাসায় যখন রাতের বেলা
থাকেন তারা লেপ মুড়ায়ে!


আমরা যারা গরিব দুখি
খড়ের উপর চাটাই পাতি!
ছেঁড়া কাঁথা জড়াই গায়ে
কষ্টে কাটে শীতের রাতি।