আমি হায়েনার মত হিংস্র জানোয়ার সম!
যখনি দেখি, মানুষ হয়েও অমানুষ রুপী অপকর্ম।


মানুষ! তবুও ওরা নামধারী মানুষ
বিবেক নামের ঘরটিতে যেন তালাবদ্ধ!
মানবতাবোধ বলতে এখানেই নি:স্তবদ্ধ।
চোখে রঙিন চশমা পড়া; ইবলিশ সেজে করে সব কর্ম!
শুধু বেহায়াপনা, নিলর্জ্জ আর অপকর্ম।


নর্তকীর হাতে সূরার পেয়ালায় দেয় চুমুক
স্ব স্ত্রীকে ঘরে রেখে পরকীয়ায় পায় সুখ!
নিশিক্ষণ কাটে যাদের মদ-জুয়ার আসরে,
নিত্যদিন সুন্দরী ললনাদের ডাকে নিজ বাসরে!
অবৈধ আর অসৎ পথে টাকা কড়ি করে রোজকার,
ভয় করি না তাদের জীবিত চিতায় পুড়িয়া করিতে ছারকার!
যখনি দেখি মানুষ রুপী অমানুষ গুলো করে অপকর্ম
তখনি আমি হায়েনার মত হিংস্র জানোয়ার সম!


গরীবের পেটে লাথি গুতো মোরে
নামমাত্র দামে জমি নেয় কেড়ে।
যারা জোঁকের মত গরীব চাষির রক্ত চুসে!
অত্যাচার করিবার তরে পালোয়ান পুশে।
শ্রমিকের ন্যায্য মজুরী না দিয়েই যারা খুশি,
ভয় করি না তাদের গর্দান কাটিতে হাতে নিয়ে অসি!
যখনি দেখি মানুষ রুপী কসাই গুলো করে অপকর্ম
তখনি আমি হায়েনার মত হিংস্র জানোয়ার সম!