জোছনা আসে না বন্ধ ঘরে
আঁধারটাকে আঁকড়ে ধরে
আলোহীন অন্ধ হয়ে।
চোখের মাঝে বিদ্বেষ রেখে
নিজে নিজেই যাচ্ছে পুড়ে
অন্ধকারটা গেছে সয়ে।


যেটুকু ছিল আলোর মায়া
তাতে মিশিয়ে আঁধার ছায়া
নিঃসঙ্গ একলা হয়ে।
কালোটা সব নিজের করে
স্বেচ্ছায় একাকিত্বের অধিকারে
নিঝুম স্রোতে যাচ্ছে বয়ে।


ওই চোখের উম্মাদনা
হারায় কোথায়?
জীবন সুখের তৃপ্ততা
কেন ভাবায়?
আঁধার প্রেমে নিঃসঙ্গতা
কেন কাঁদায়?
অন্ধকার একটা জগৎ
আমার ভালোবাসায়।


(প্রকাশিতব্য কাব্যগ্রন্থ "আজ একটি কবিতা রচনা হবে" হতে)