আমি বাক প্রতিবন্ধী।


শুধু কথাই বলতে পারিনা,
তাই কর এত অবহেলা।
ক্যান কর এত অবহ্যালা?
চাহিলে আর সবিতো করিতে পারি
শুধু কথাবলা ছারা।
তাই বলি কোরোনা আমারে
আর অবহেলা।
আমিও বাচতেচাই,
তোমাদের মত হাসতে চাই,
শুখের মাঝে ডুবতে চাই।
একবার হাতটি ধরে পথ চলা শিখিয়ে দাও,
দেখবে আমিও পথ চলিতে পারি।
একবার সব বুঝিয়ে দাও,
দেখবে আমিও সব বুঝি।
দেখবে,আমরাও
কালের সোনালী রবি
হয়ে উঠতে পারি।
ক্যান পারবনা?
মোরা শুধুই প্রতিবন্ধী
নয় তবে প্রতিবাবন্ধী।


(সহমর্মিতার সংবেদন)