সুন্দর মায়াবী জগত ছাড়ি
দিতে হবে একদিন পাড়ি
রেখে বাড়ি গাড়ি আর নারী
মসৃণ মুখ নয়তো দাড়ি।


লোকময় হবে জড়সড়
কাঁদিবে সেদিন দিনভর
নিরবে থাকিবো আমি শুয়ে
আটজনে দেহটা নিবে বয়ে।


পাঁচখানা সাদা কাপরে মুড়ে
ছিটাবে আতর লোবান গোলাপ
হৃদয়ের মাঝে দিয়েছিল যারা ঠাই
নয়ন ভাসিয়ে করিবে তারা বিলাপ।


পরে রবে সবি আমায় ছাড়া
নকশা করা শখের দুটি খাট
আলমারিতে সাজানো রঙিল পোশাক
দেখা হবেনা সোনার ফসলের মাঠ।


চেকের পাতা এখনো হয়নি শেষ
মূল্যহীন ব্যাংকে জমানো টাকা
বাঁশের ছাউনির মাঝে রবো বন্ধি
চারিদিকে মাটির দেয়ালে ঢাকা।


থাকিবেনা কোন বিদ্যুৎতের আলো
জ্বলিবেনা আর অন্ধকারে বাতি
অনন্তকাল থাকিবো একাএকা
আত্মীয় স্বজন কেউ হবেনা সাথী।


অজান্তে যদি পিঞ্জরে পেলে ব্যাথা
ছোট বড় কোন আঘাত।
রাগ অভিমান থাকে কারো মনে
ক্ষমা করো মোরে তুলেছি দুটি হাত।