মাফ করো প্রভু তুমি
করো একটু করুণা
আমরা অসহায় মানুষ গুলির
ভাত দুবেলা জোটেনা
তুমি দিয়েছ কত ওদের
আমাদের দাওনি কিছু
কিয়েছ কষ্ট দিয়েছ জ্বালা
রোগ ছাড়েনি পিছু।
ওদের দিয়েছ কত ক্ষমতা
দিয়েছ বাহুর বল
যার কারনে কেড়ে নিয়েছে
বাস্তুহারা জীবন
মাফ করো প্রভু তুমি
করো একটু করুণা
আমরা অসহায় মানুষ গুলির
ভাত দুবেলা জোটেনা
তুমি দিয়েছ কত ওদের
আমাদের দাওনি কিছু
দিয়েছ কষ্ট দিয়েছ জ্বালা
রোগ ছাড়েনি পিছু।
ওদের দিয়েছ কত ক্ষমতা
দিয়েছ বাহুর বল
যার কারনে কেড়ে নিয়েছে
আমাদের শেষ সম্বল।
মাটিতে আমাদের বিছানা হয়েছে
বালিশ জোটেনি তাতে
আমাদের মত কত মানুষের
বিছানা ফুটপাতে।
কারো বা লাথি কারো গুতা
কারো নোংরা কথা
আমাদের জন্য দেশের কারো
নেইতো মাথা ব্যাথা।
রোগে শোকে মোরা জরাজীর্ণ,
জোটেনা ভাল দাওয়াই
বাস্তুহারা দুখের জীবনে
স্বপ্ন পুড়ে ছাই।
মরামারিতে ঘরেতে মোদের
এতটুকু নেই খাবার
চেয়ে আছি প্রভু তোমার দিকে
সময় হয়েছে কি মরার।
ক্ষুদার জ্বালা সেই তো বুঝে
যে আছে অনাহারে
কেউ আসেনা খাবার নিয়ে
আমাদের এই দারে।
শুনেছি কত সরকারি ত্রান
এসেছে বস্তা ভরে
আমরা সেথায় হাত বাড়ালে
দুরদুর করে তাড়ে।
জানি প্রভু তোমার জগতে
হবেনা মোদের ঠাই
ধ্বংস করো আমাদের প্রভু
এটাই অভিপ্রায়।