কর্মটা নয়তো বেশি বড়
রোজগার নয় আশান্বিত
বড় দুর্ভাগা জীবন আমার
হয়েছি মধ্যবিত্ত।


মাস শেষ না হতেই
পকেট হয়ে যায় ফাঁকা
অভাব তাই লেগেই থাকে
বড় দরকার অনেক টাকা।


সংসার ক্রমেই হচ্ছে বড়
মাথায় বেড়ে যাচ্ছে চাপ
হৃদপিন্ডে কষ্টের ঘনঘটা
অসুস্থ বৃদ্ধ মা -বাপ।


নিজের ভাঙ্গা শরীরটাতে
ধরে গেছে রোগ ব্যাধি
ভাল্লেগেনা কিছু আর
একাকী নিরবে কাঁদি।


অনেকে ভাবে আমি হয়তে
রোজগার করি কত
দেখে শুধু উপরের মালিক
কখনো বা থাকেনা টাকা শত।


সুন্দর এই জগতের মাঝে
হতে পারিনী স্বাধীন
স্বপ্ন বিহীন জীবনে তাই
রয়ে গেলাম আমি পরাধীন।


বাস্তহারা জীবন হলো
মাথা গুজার নেই ঠাই
বৈঠা ছাড়া ভরা নদীতে
ভাঙ্গা তরী বেয়ে যাই।


অর্ধাঙ্গিনী সে মহাজ্ঞানী
কি চমৎকার বচন
গায়ে সহিতে প্রানে সহিতে
ধরে গিয়েছে পচন।


সুখ মেলেনী একটুখানি
জ্বলেনী শান্তির দীপ্ত
জীবন যুদ্ধে হার মেনে যাওয়া
আমি সেই মধ্যবিত্ত।


শূন্য আজ ধন্য তবু ও
স্বপ্ন নেই আর কিছু
দেখে গেলাম এই বসুমতীর
সবই যেন মিছু।