মন আছে যোগ্যতা নাই
স্বপ্ন টাকে পাবার ।
সুখ গিয়েছে পরপাড়ে
আসবেনা আর ফিরে
ঘুমিয়ে গেছে চিরতরে
আমারই বুকটা চিরে ।
রাশি রাশি অশ্রু ঝরে
কাদছে দিবানিশি
ভেংগে গেছে পিন্জর মোর
কষ্টের সাগরে ভাসি ।
দেখেছি আলো লেগেছে ভালো
সে তো জোনাকী পোকা
পেয়েছি তাই ক্ষনে ক্ষনে
দিবানিশিতে ধোকা ।
তাই হলো না কোথা আমার
যাইগা হলোনা মনে
প্রভাত আমার আসিলোনা আর
চলে গেছে দুর বনে ।
ঐ দুর বনে পশু পাখিরা
কাদিছে নিরালায়
পশু পাখির মনে ভালোবাসা আছে
তবু মানুষের মনে নাই ।
এই দুনিয়া নিষ্ঠুর বড়
আছে শুধু মহামায়া
এখানে আছে দূখখের রাশি
আর মরুভূমির ধূপছায়া ।