তুমি চাও শ্রাবনের বৃষ্টির ধারা
টিনের চালে শব্দ করা
রিমঝিম ঝিম বৃষ্টি,
কেমন করে দিবো তোমায়
তুমি তো এখন ও চেননা আমায়
আমি যে তাপিত খরার সৃষ্টি ।


তুমি চাও পেয়ারা লিচু আম
পারবো না দিতে ওগুলোর অনেক দাম
পাবে পান্তা ভাত আর পিয়াজ মরিচের ঝাল
ঝীবনটা আমার কষ্টে ভরা
যেন বসন্ত কালের ভাটায় পুরা
তুমি দিতে পারবে কি এগুলো সামাল।


তুমি চাও পোলাও কোরমা কাবাব
আমার সংসারে এর বড় অভাব
চাও আরো চাইনিজ রেস্টুরেন্ট
চাও পাজেরো গাড়ি জামদানী শাড়ি
মোজাইক করা ফ্লাট বাড়ি
হিরা মুক্তা স্বর্নের চেইন।


করতে চাও তুমি নিত্য মার্কেট
জানো না তুমি শূন্য যে আমার পকেট
সেথায় আরো বড় জ্বালা
না বুঝিযা জেদ করিযে
আমায় মাথায় থালা ভাংগিয়ে
তবু ও চাও হিরের মালা ।


রান্ন বান্না তুমি করতে চাওনা
তরকারিটা কাটতে জানো না
ঘুমাতে চাও না চৌকিত
দিতে হবে তোমায় চুলায় জ্বাল
খাবার হবে ভাত আর ডাল
ধান ভাংতে হবে ঢেকিত।
.......