সালাম বরকত রফিক শফিক
তোমরা কোথায় ভাই
দেখে যাও তবে একটি বারে
তোমাদের ভুলি নাই ।
হাজার ফুলের কলি দিয়ে
গাথিয়াছি শোক ডালা
তোমাদের স্বরণে অফিস আদালত
ঝুলে দিয়েছি আজ তালা ।
চারিদিকে দেখ শোকের ফোয়ারা
বাজিছে শোকের গান
তোমাদের নামে বাজনা বাজে
শোন পেতে দুই কান ।
সারি সারিতে দাড়িয়ে সবে
গাহিছে একুশের গান
ক্ষনিকের জন্য শোন তবে
জুড়াবে মন প্রান ।
প্রানের টানে এসেছি মোরা
শহীদ মিনারের পাশে
যেখানে রয়েছো তোমরা ভাই
অমর হয়ে আছ মিশে।
ভুলি নাই আজ ভুলবোনা মোরা
একুশের ফেব্রয়ারী
তোমাদের জন্য বাংলা হলো
বলো কি ভুলতে পারি ।