আমি দেখি নাই মুক্তিযুদ্ধ
কি ভাবে পেয়েছি স্বাধীনতা
আমি দেখেছি মানুষের ক্ষুদ্ধ
কাকে বলে পরাধীনতা ।


আমি দেখি নাই মুক্তি সেনা
কি ভাবে অস্ত্র নিয়েছিলো হাতে
আমি দেখি এই স্বাধীন দেশে
অস্ত্র রাস্তা ঘাটে ।


আমি শুনি নাই গুলির শব্দ
মুক্তিযুদ্ধের কালে
আমি আজ শুনি গুলির আওয়াজ
সকাল সন্ধা আর রাত এলে ।


আমি দেখি নাই দূঃর্ভিক্ষ
৭১ এর নয় মাসে
আমি প্রতি দিন দুঃভিক্ষ দেখি
ডাসবিনে আর ফুটপাতে ।


আমি নারীর আর্তনাত
লুণ্ঠিত হানাদারের হাতে
আমি শুনি আজ সেই চিৎকার
বাংলার রাস্তা ঘাটে ।


আমি দেখি নাই দখল করা নিবাস
রাজাকারদের ক্ষমতায়
আমি দেখে যাই দখলদারী
মানুষকে নামায় রাস্তায় ।


মোরা সোনার বাংলা চেয়েছি
তবে হয়নী সোনার দেশ
যারা দেশের স্বাধীন চাইনী
তারাই আছে বেশ ।