প্রকৃতির মতো হতে চাই
যেথায় কোন জ্বালা যন্ত্রনা নাই
যেখানে থাকবে মুক্ত হাওয়া
হারিয়ে যাওয়া
সুভাস ফুলের বাতাস
নিচে থাকবে মৃত্তিকা আর
উপরে নীল আকাশ ।
পাখিরা সব ঝাক বেধেঁ
উড়ে যাবে ডানা মেলে
দেখবো আমি ‍দুচোখ ভরে
সকাল বিকাল হলে ।
নদীর কূলের কলকলানী
শুনবো আমি বসে
এভাবে আমি কাটাতে চাই
বছরের বারটি মাসে ।
করবে না কেউ বকাঝকা
ধমক দিবে না কেউ
শুনবো আমি দু-কান পেতে
শব্দ করা ঢেউ ।
রাতের বেলায় গুনবো তারা
জোঁসনার আলোর সাথে
প্রকৃতির মাঝে হারিয়ে যাবো
হাত রাখিবো তার হাতে ।
এমন যদি হতো তবে
কতই হতো ভালো
অন্ধকারের জীবন আমার
হয়ে যেত আলো ।।