সইবো কত আর জ্বালা
শাসনের নামে শোষণ করে
ধরিয়ে দিচ্ছে থালা।


ঊর্ধ্ব গতি পন্যর বাজার
ব্যাগ ভরতে লাগে হাজার
জোটেনা ভাল খাবার,
চলছে বেড়ে নিত্য দিনই
সবার কাছে হচ্ছি ঋনি
নেইতো কিছু বলার।


গাধার মত গতর খেটে
তবু ও খুদা থাকে পেটে
ভরসা হয়েছে বালি,
দুঃখের কথা বলি কোথায়
গেঁথে আছে মনের পাতায়
মুছিবেনা সে কালি।


বিলাসিতা ধনীর স্বভাব
মধ্যবিত্তের নিত্য অভাব
স্বপ্ন সেথায় মৃত,
বাস্তহারা জীবন যাদের
আপনজনা নেই তাদের
অবলম্বন গুলো ধৃত।


ভোজ্য তৈলে জ্বলছে আগুন
সঙ্গে মরিচ পেয়াজ বেগুন
বাদ পরেনী চাল,
মাছ মাংস ফলের সাথে
লাফিয়ে বাড়ছে দিনে রাতে
গরীবের ভাত আর ডাল।


মধ্যবিত্তের মারছে পিষে
খলখলিয়ে বনিক হেসে
গরীব মরছে কেঁদে,
রাজা মন্ত্রী জাল ফেলেছে
উজির নাজির মাছ ধরেছে
প্রজারা পরছে ফাঁদে।


সরকারি সব অফিস ঘরে
ঘুসের টাকায় পকেট ভরে
কিনছে গাড়ি বাড়ি,
আঁধার রাঁতে যাচ্ছে বারে
টাকার বান্ডিল দিচ্ছে উড়ে
খাচ্ছে মদ আর নারী।


রাজনীতির সব ব্যানার ধরে
পরের জমি দখল করে
গড়ছে উচু প্রাসাদ
শান্তি নাই মনের দেশে
তবুও চলি সরল বেশে
সব কিছু লাগে বিষাদ।


চাঁদাবাজি ফটকা বাজি
আড়ালে চুরি বেড়ালে হাজী
তারাই সমাজের মাথা,
মাথার উপর জ্বালায় উনুন
তাদের হাতেই আইন কানুন
সবখানে জাল পাতা।


শিক্ষিত আর বিজ্ঞ জনা
তারাই এখন নাগিনের ফনা
বিচার করবে কারা?
সুযোগ বুঝে নিচ্ছে গুজে
মুখোশ পরে ভদ্র সেজে
আইন আছে খাড়া।